মুসলিমদের বদনাম করার সুযোগ খুঁজছেন অনেকে, বললেন ওমর আবদুল্লা

করোনা আপডেট :১ এপ্রিল, রাত ৯টা। বিশ্ব : আক্রান্ত ৮,৮২,০৬৮, মৃত ৪৪,১৩৬। দেশ : আক্রান্ত ১৬৩৭, মৃত ৪৫। রাজ্য : আক্রান্ত ৪১, মৃত ৪।

0
3

দিল্লির নিজামুদ্দিন মসজিদে তবলিগি জামাতের প্রতিনিধিদের থেকেই অসংখ্য মানুষের শরীরে করোনা ভাইরাস ছড়িয়েছে। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা দাঁড়ালেন বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের পাশেই।

টুইটে ওমর বলেছেন, “এই একটি ঘটনা দিয়ে মুসলিমদের বদনাম করার সুযোগ খুঁজছেন অনেকেই,”৷ ওমরের মতে, হ্যাশট্যাগ দিয়ে যাঁরা “তবলিগি ভাইরাস” টুইট করছেন সেটা দেশের পক্ষে করোনা ভাইরাসের থেকে আরও বিপজ্জনক হতে পারে। কারন এই প্রাকৃতিক ভাইরাস একটা সময়ের পর ধ্বংস হয়ে যায়, কিন্তু এই ধরণের বিদ্বেষ বড় ছাপ ফেলে রেখে যায় সমাজে।

ওমর আবদুল্লা টুইটে বলেছেন, ” তাবলিগি জামাত কারও কারও কাছে মুসলিমদের বদনাম করার জ্ন্যে একটি বড়সড় অজুহাত হয়ে উঠবে, যেন আমরাই COVID তৈরি করেছি এবং বিশ্ব জুড়ে ওই ভাইরাস আমরাই ছড়িয়ে দিচ্ছি”। যদিও এর পাশাপাশি তবলিগি জামাতের সমালোচনাও করেছেন তিনি৷

এদিকে এক বিবৃতিতে তবলিগ-ই-জামাত আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছে যে প্রধানমন্ত্রী মোদি ২২ মার্চ “জনতা কার্ফু” ঘোষণা করার পরে এই অনুষ্ঠানটি বাতিল করা হয়। কিন্তু ততক্ষণে ওই মসজিদ চত্বরে প্রচুর মানুষের জমায়েত ছিল। তাঁরা ওই কার্ফুর কারণে আটকা পড়ে। তাঁদের আর অন্য কোথাও যাওয়ার জায়গা ছিল না। আর এরপরেই শুরু হয়ে যায় দেশ জুড়ে লকডাউন। তাই বাধ্য হয়েই মসজিদ সংলগ্ন এলাকাতেই গা ঘেঁষাঘেঁষি করে থাকতে বাধ্য হন ওই মানুষজন।