এবার করোনা সংক্রমণ বিমানবাহী জাহাজে

0
3

মার্কিন রণতরী থিওডোর রুজভেল্টের নৌ সেনাদের মধ্যে করোনাভাইরাসে ভয়াবহ সংক্রমণ ঘটেছে। সপ্তাহ খানেক আগে করোনা সংক্রমণ ধরা পড়ে এক নৌ সেনার। দ্রুত ছড়ায় সংক্রমণ। বর্তমানে প্রশান্ত মহাসাগরে রয়েছে জাহাজটি। প্রায় ৫ হাজার নৌ সেনা রয়েছে। ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার বলেন, বিমানবাহী এই যুদ্ধজাহাজে কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে রাখার পরিকাঠামো নেই। দ্রুত নৌ সেনাদের উদ্ধার করা প্রয়োজন।