করোনা মোকাবিলায় নিঃশব্দে মমতার ত্রাণ তহবিলে ৬ মাসের পেনশন তুলে দিলেন বুদ্ধ

করোনা আপডেট :১ এপ্রিল, রাত ১১টা। বিশ্ব : আক্রান্ত ৮,৮২,০৬৮, মৃত ৪৪,১৩৬। দেশ : আক্রান্ত ১৬৩৭, মৃত ৪৫। রাজ্য : আক্রান্ত ৪১, মৃত ৪।

0
5

শরীর একেবারে ভালো নেই তাঁর। অসুস্থ শরীর নিয়ে দীর্ঘদিন গৃহবন্দি। শোনা যায়, চোখেও এখন খুব একটা ভালো দেখতে পান না। তবে খারাপ থাকলেও রাজ্যের ভালোমন্দ-এর খবর এখনও রাখেন।

বাড়িতে শুয়েই তাই রাজ্যে করোনার প্রকোপে নজর আছে তাঁর। এই সঙ্কটকালে রাজ্যবাসীর জন্য কিছু করতে চান তিনিও। তাই এবার নিজের ৬ মাসের পেনশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা মোকাবিলায় তৈরি ত্রাণ তহবিলে তুলে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবং গোটাটাই করলেন নিঃশব্দে। বুদ্ধবাবুর পরিবারও এই নিয়ে প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি।