করোনায় রাজ্যে ফের মৃত্যু

0
1

করোনায় রাজ্যে মৃত্যু হল আর একজনের। বেলঘরিয়ার জেনিথ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেখানকারই বাসিন্দা মৃত এই প্রৌঢ়। এদিন সকাল ৯.২৫ মিনিট নাগাদ তার মৃত্যু হয়। তিনি কিডনি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এই হাসপাতালে তার দীর্ঘদিন ধরে ডায়ালিসিস হয়। এবারও তার ডায়ালিসিস হচ্ছিল। এ ছাড়াও তাঁর নিউমোনিয়া হয়েছিল, ছিল শ্বাসনালির সংক্রমণও। যে কারণে তাকে আইসোলেশন ও ভেন্টিলেশনে রাখেন। গত ২৬ তারিখে ৫৭ বছরের প্রৌঢ় হাসপাতাল ভর্তি হন। প্রাথমিকভাবে তার কিডনি সমস্যা ছিল। হাসপাতালে থাকাকালীন তার সঙ্গে পরিবারের একজন ভিন রাজ্য থেকে এসে দেখা করে যান বলে খবর। তারপর থেকেই তার শ্বাসকষ্ট শুরু হয়। অনুমান বাইরে থেকে আসা ওই আত্মীয়র কাছ থেকেই সম্ভবত তিনি আক্রান্ত হয়েছিলেন। ৪৮ ঘন্টা আগেই তার সোয়াব টেস্ট পজিটিভ আসে। তিনি পেশায় ছিলেন ব্যবসায়ী, ফাস্টফুড সেন্টার ছিল বেলঘরিয়ায়। রাজ্য সরকারকে পুরো তথ্য জানানো হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে যথাযথভাবে শেষকৃত্য সরকারি তত্ত্বাবধানে হবে। খোঁজা হচ্ছে প্রৌঢ়ের সেই আত্মীয়কে। রাজ্যের মৃতের সংখ্যা বেড়ে হল ৬।