বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ১৭ বছরে সর্বনিম্ন

0
1

গোটা বিশ্ব এখন করোনা আতঙ্কের গ্রাসে। এদিন এশিয়ারের বাজারে জ্বালানি তেলের মূল্য ১৭ বছরের মধ্যে সব থেকে নিচে নেমে গিয়েছে। আমেরিকার বিজ্ঞানী অ্যান্টনি ফাউসির মনে করছেন, এই ভাইরাসের সংক্রমণে মৃত্যু হতে পারে প্রায় ১ থেকে ২ লক্ষ মানুষের।

আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-এ তেলের দাম ৫.৩ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেল পিছু মূল্য দাঁড়িয়েছে ২০ ডলারে।

সারা বিশ্বে তেলের চাহিদা কমলেও, সরবরাহ বেড়েছে। কারণ তেল উৎপাদনকারী সৌদি আরব ও রাশিয়া তেলের দাম নিয়ে কার্যত যুদ্ধে জড়িয়ে পড়েছে।