নিজামপুরের করোনা আক্রান্ত যুবককে নিয়ে যা বললেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক

0
1

রাজ্যে ফের করোনা আক্রান্ত এক যুবক। এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত নিজামপুরের বাসিন্দা ৩০ বছরের করোনা আক্রান্ত যুবককে আজ, মঙ্গলবার নিয়ে আসা হয়েছে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। এমনটাই জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশ চন্দ্র বেরা।

গত ২৮ মার্চ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল ওই যুবককে। তাঁর সোয়াব পরীক্ষার জন্য বেলেঘাটা পাঠানো হয়েছিল। গতকাল, সোমবার রাতে রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েছে। আজকে তাঁকে বেলেঘাটা আইডি-তে স্থানান্তর করা হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার জেলার সিএমওএইচ বা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা জানিয়েছেন, ওই রোগীর রক্ত প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পরীক্ষা করা হলে তা করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারপর নাইসেডে পাঠিয়ে পরীক্ষা করানো হলে রিপোর্ট সেই পজিটিভই আসে। ওই যুবকের সংস্পর্শে আসা সমস্ত ব্যাক্তিদের ইতিমধ্যেই চিহ্নিত করা শুরু হয়েছে। এরপর সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হবে।