বাড়ি ফিরতে চার দিন হাঁটল ২১ জন শ্রমিক, অবশেষে পুলিশের সহায়তায় ফিরল বাসস্থানে

0
3

মুর্শিদাবাদের ২১ জন যুবক রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। এমন সময়ে গোটা দেশজুড়ে লকডাউন। হাতে জমানো টাকা পয়সা ধীরে ধীরে শেষ হয়ে আসে। কী করবে বুঝে উঠতে পারে না এই ২১ জন শ্রমিক। অবশেষে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় তারা। শুক্রবার রাতে রওনা দেয় এই ২১ জন যুবক । চার দিনের মাথায় পৌঁছায় বর্ধমানে। বর্ধমানের আলমগঞ্জ ব্রিজের কাছে তাদের দেখতে পায় স্থানীয় পুলিশ। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ আধিকারিক তাদের বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। স্থানীয় মানুষরা খাদ্য স্যানিটাইজার ও মাস্ক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।