আজই ছুটি রাজ্যের প্রথম তিন করোনা আক্রান্তের, তবে থাকতে  হবে হোম আইসোলেশনে

0
4

কিছুটা স্বস্তির খবর। আজ, মঙ্গলবার বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে রাজ্যের প্রথম তিন করোনা আক্রান্তকে। তাঁদের শেষ রিপোর্টও নেগেটিভ এসেছে। তাঁরা এখন পুরোপুরি সুস্থ।

এই তিনজনের মধ্যে রয়েছেন রাজ্য সরকারের আমলা অনুরিমা দে’র পুত্র। শহরে সর্বপ্রথম তাঁর শরীরেই প্রথম কোভিড-১৯ সংক্রমনের হদিশ মেলে।

অপরজন হলেন, বালিগঞ্জের বিদেশ ফেরত তরুণের ব্যবসায়ী বাবা। এবং তৃতীয়জন হলেন হাবরার বিদেশ ফেরত যুবতী।

তবে এই তিনজনকে ছেড়ে দেওয়া হলেও আরও ১৪দিন তাঁদের থাকতে হবে হোম আইসলেশনে।