করোনা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ হিরো গ্রুপের

0
3

এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলো হিরো গ্রুপ। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ৫০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা। অন্যান্য ক্ষেত্রে খরচ করা হবে আরও ৫০ কোটি টাকা।

হিরো গ্রুপের আওতাধীন হিরো মোটোকর্প, হিরো ফিনকর্প, হিরো ফিউচার ইঞ্জিনিয়ার রকম্যান ইন্ডাস্ট্রি এবং হিরো ইলেকট্রনিকসের তরফ থেকে এই অনুদান করোনাভাইরাস প্রতিরোধে দেওয়া হবে। অন্যদিকে, বিএমএল মুনাজ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ২০০০ বেডের হস্টেল আইসোলেশন এবং চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হবে। হিরো ফিউচার ইঞ্জিনিয়ারের তরফ থেকে ১৫০টি গ্রামের বাসিন্দাদের খাবার এবং হাইজিন কিটস দেওয়া হবে। যে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন তাদের প্রয়োজন মতো সাহায্য করবে হিরো ফিনকর্প।

হিরো মোটোকর্পের পক্ষ থেকে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস সহ ১০০ টি ভেন্টিলেটর স্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতালে দেওয়া হবে। দিল্লি এনসিআর, রাজস্থান , হরিয়ানা, উত্তরাখণ্ড, অন্ধ্র প্রদেশ, এবং গুজরাটের দৈনিক কর্মী, শ্রমিক ও গৃহহীন পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। স্থানীয় এনজিও কর্মীদের তত্বাবধানে ১০ হাজার মিলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সংস্থা। একই সঙ্গে দিল্লি, মহারাষ্ট্র এবং কেরলের ২৫০০ পরিবারকে রেশন সামগ্রী তুলে দেওয়া হবে।