তামিলনাড়ু ফেরত পরিবারকে ঘিরে উত্তেজনা খড়দহে

0
3

তামিলনাড়ু ফেরত এক পরিবারকে ঘিরে উত্তেজনা ছড়াল খড়দহে। গত রবিবার অ্যাম্বুলেন্স ভাড়া করে তামিলনাড়ু থেকে ফেরে ওই পরিবার। প্রথমে প্রতিবেশীরা হাসপাতলে যেতে বললেও কথা শোনেনি ওই পরিবারের সদস্যরা। পরে রহড়া থানার পুলিশের সহযোগিতায় স্থানীয় বলরাম হাসপাতালে তাদের পরীক্ষা করানো হয়।

চিকিৎসকরা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। শরীরে জ্বর বা অন্য কোনও উপসর্গ দেখা দিলে বেলেঘাটা আইডি তে যোগাযোগ করতে বলা হয়েছে৷
মঙ্গলবার বাড়ি পরিচারিকা ওষুধের দোকানে ওষুধ কিনতে গেলে ওই পরিবারকে নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ গিয়ে হাসপাতালে যাওয়ায় নির্দেশ
দেয়। ওই পরিবারের বিরুদ্ধে অভিযোগ, প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করে তারা। অ্যাম্বুলেন্স তাদের বাড়িতে যাওয়ার পরও হাসপাতালে যাওয়া নিয়ে গড়িমসি করেন তারা।
খড়দহ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, পুরসভার তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দেখা মেলেনি কাউন্সিলর কাজল সিনহার।