করোনা আতঙ্কে এখন জেরবার গোটা দেশ। এ অবস্থায় ভুয়ো খবর মানুষকে আরও বিভ্রান্তির মুখে ফেলছে। তাই যারা ভুয়ো খবর ছড়াচ্ছে, তাঁদের মোটে রেয়াত না করার নির্দেশ কেন্দ্রকে।নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের। এছাড়াও সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় দেশ। এদিন সর্বোচ্চ আদালতের তরফে পরিযায়ী শ্রমিকদের খাবার থাকার জায়গা ও ওষুধের ব্যবস্থা করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার সর্বোচ্চ আদালত কে জানিয়েছে যে ,এখন আর রাস্তায় কোন অস্থায়ী শ্রমিক নেই। প্রায় ৬.৬৮ লক্ষ পরিযায়ী শ্রমিকের জন্য অস্থায়ী আবাসের বন্দোবস্ত করা হয়েছে আর ২২.৮৮ লক্ষের জন্য খাবারের বন্দোবস্ত করা হয়েছে। সুপ্রিম কোর্ট পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে মানুষের প্রশ্নের উত্তর দিতে ২৪ ঘণ্টার মধ্যে একটি পোর্টাল খুলতে নির্দেশ দিয়েছে।