দিল্লির নিজামুদ্দিনে মসজিদের জমায়েতে থাকা ৬ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল হায়দরাবাদে। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হওয়ার থেকেও বেশি ভয় সংক্রমণ ছড়িয়ে পড়ার। নিজামুদ্দিনের ওই মসজিদে ধর্মীয় সভা উপলক্ষ্যে কমপক্ষে ২০০০ মানুষের সমাগম হয়েছিল বলে জানা গিয়েছে। তার মধ্যেই ছিলেন ওই আক্রান্তরা। এর পাশাপাশি ওই জমায়েতে থাকা তামিলনাড়ুর এক বাসিন্দার মৃত্যু হয়েছে। তবে সেটা করোনায় কি না তা এখনও জানা যায়নি। একজন মৌলানাও কোভিড-১৯এ মৃত্যু হয়েছে কাশ্মীরে। তিনি জমায়েতে ছিলেন বলে সূত্রের খবর।
১ থেকে ১৫ মার্চের মধ্যে অনেক মানুষের সমাগম হয়েছিল নিজামুদ্দিনের ওই মসজিদে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কিরঘোজস্থান থেকে অনেকে এসেছিলেন ওই সভায়। নিজামউদ্দিন থেকে ১৭৫ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। ২০০০ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। এই প্রথম একই জায়গায় থাকা এতজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। লকডাউন, কোয়ারেন্টাইন মেনে চলার ক্ষেত্রে নজরদারি আরও কড়া করতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। ‘সিল’ করে দেওয়া হয়েছে গোটা এলাকা। দিল্লি পুলিশ টহল দিচ্ছে।































































































































