আইসোলেশন থেকে বাইরে এলেন প্রিন্স চার্লস

0
5

টানা ৭ দিন স্বেচ্ছা আইসোলেশনে থাকার পর বাইরে এলেন ব্রিটেনের প্রিন্স চার্লস। এখন তিনি ভাল আছেন। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হন ৭১ বছরের যুবরাজ। তারপরই স্কটল্যান্ডে স্বেচ্ছা আইসোলেশনের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের পরামর্শ মেনেই স্বেচ্ছা আইসোলেশন থেকে এবার বাইরে এলেন। তবে স্ত্রী ক্যামিলার রিপোর্ট নেগেটিভ হলেও তিনি স্বেচ্ছা আইসোলেশনেই রয়েছেন।