“শরীর স্বাস্থ্য বজায় রাখুন,” টুইটারে নিজের ভিডিও পোস্ট মোদির

0
5

টুইটারে নিজের অ্যানিমেটেড ভিডিও আপলোড করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউনের সময়ে যোগাসন করার জন্য উদ্বুদ্ধ করলেন দেশবাসীকে।

নিজের টুইটার হ্যান্ডেলে মোদি লেখেন, “মন কি বাত শোয়ে একজন প্রশ্ন করেছিলেন, কী করে আমি নিজেকে কর্মক্ষম রাখি। আমি ডাক্তার নই, যোগগুরুও নই। তবে বহু বছর ধরে যোগাসন করার জন্যই আমার শরীর স্বাস্থ্য ঠিক আছে। ” তবে মোদির এই টুইটের পর একাংশের প্রশ্ন, যাদের দিন আনি দিন খাই অবস্থা তারা কী করে নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখবেন।

নিজের অ্যানিমেটেড ভিডিও আপলোড করে টুইটারে তিনি লেখেন, পারিবারিক বন্ধন দৃঢ় করার জন্য এর থেকে ভাল সুযোগ পাবেন না। এই সময় কেউ রান্না শিখছেন, কেউ তরকারি কাটা শিখছেন। সোশ্যাল মিডিয়ায় দেখলাম কেউ গান গাইছেন, কেউ তবলা বাজাচ্ছেন। নিজের সময়টাকে ভালো কাজে ব্যবহার করতে পারেন।