দেশজুড়ে চলছে লকডাউন। ঘরবন্দি সাধারণ মানুষ। এবার তাঁদের জন্য গান ধরলেন ভিনরাজ্যের পুলিশ অফিসার। “এক প্যায়ার কা নাগমা হ্যায়” -এর সুরে সতর্ক করলেন সাধারণ মানুষকে। গানের লাইনে তুলে ধরলেন করোনা থেকে বাঁচতে থাকতে হবে ঘরে। কর্তব্যরত পুলিশ অফিসার যখন এই গান করছেন তখন বারান্দায় দাঁড়িয়ে হাত তালি দিচ্ছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে পুলিশের এই অভিনব কাজ ।
দেখুন সেই ভিডিও-





























































































































