BRAKING: রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা, এবার আক্রান্ত কোথায় জানেন?

করোনা আপডেট :৩১ মার্চ, রাত ১১ টা। বিশ্ব : আক্রান্ত ৮,০৩,১২৬, মৃত ৩৯,০৩২। দেশ : আক্রান্ত ১২৫১, মৃত ৩২। রাজ্য : আক্রান্ত ৩১, মৃত ৫।

0
1

রাজ্যে ফের এক করোনা রোগীর হদিশ মিলল। দমদমের আইএলএস হাসপাতালে ভর্তি বছর ৫৫-র এক মহিলার নমুনা পরীক্ষার রিপোর্টে এদিন করোনার উল্লেখ রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, গত ২৩ ফেব্রুয়ারি ইতালির মিলান থেকে ফেরেন তিনি। প্রায় একমাস বাড়িতে ছিলেন। গত ২০ মার্চ জ্বর আসে তাঁর। ২৮ তারিখ তাঁকে ভর্তি করা হয় দমদমের ওই বেসরকারি হাসপাতালে।

এদিন তাঁর পরীক্ষার রিপোর্ট আসে। মহিলার স্বামীও হাসপাতালে ভর্তি। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩১।