নরেন্দ্রপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু পশুর মৃত্যু

0
5

মঙ্গলবার ভোর রাতে নরেন্দ্রপুর থানা এলাকার জগতি পোতায় আগুন লেগে ভস্মীভূত হল খাটাল’ সহ বেশ কয়েকটি বাড়ি। আগুম লাগে রাত দুটো পনেরো মিনিট নাগাদ l এলাকাবাসীদের অভিযোগ, পাশে থাকা একটি ভাঁড় তৈরির কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এরপর পাশে থাকা খাটালে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় খাটালে ৫০টিরও বেশি গরু-মোষ ছিল। সেখানে বেশ কয়েকটি গবাদি পশু আগুনে মারা যায়। দমকলের দেরিতে আসার অভিযোগ রয়েছে এলাকার বাসিন্দাদের। স্থানীয় লোকজন নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের মাত্র একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।