লকডাউনের জের: ‘ সুস্থ ‘ হচ্ছে ওজন স্তর

0
1

করোনার জেরে লকডাউন পৃথিবীর একাধিক দেশ। যার প্রভাব পড়ছে প্রকৃতির উপর। গত কয়েক দিনে কমেছে দূষণ। শ্বাস নিচ্ছে প্রকৃতি। দূষণের ক্ষত সারিয়ে সুস্থ হয়ে উঠছে বায়ুমণ্ডলের ওজন স্তরও।

কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, দূষণের ফলে ওজন স্তরে গহ্বরের সৃষ্টি হয়েছিল। বাতাসে দূষণের পরিমাণ কমায় ধীরে ধীরে মেরামত হচ্ছে গহ্বর। বিজ্ঞানীদের মতে, পরিবেশ ও জীব জগত বড়সড় বিপর্যয়ের হাত বেঁচে গেল এ যাত্রায়। ওই বিশ্ববিদ্যালয়ের সিআইআরইএস-এর সহযোগী পর্যবেক্ষক অন্তরা ব্যানার্জী বলেন, দক্ষিণ গোলার্ধে পরিবেশের সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা যাচ্ছে।