বেলঘড়িয়ায় করোনা আক্রান্তের মুম্বই যোগ! সেখান থেকেই কি সংক্রমণ?

করোনা আপডেট :৩১ মার্চ, রাত ১১ টা। বিশ্ব : আক্রান্ত ৮,০৩,১২৬, মৃত ৩৯,০৩২। দেশ : আক্রান্ত ১২৫১, মৃত ৩২। রাজ্য : আক্রান্ত ৩১, মৃত ৫।

0
1

লকডাউনের মধ্যেই উদ্বেগ বাড়িয়ে আজ, মঙ্গলবার দুপুরে উত্তর ২৪ পরগণার বেলঘরিয়া রথতলার বছর ৫৭-এর এক ব্যক্তির করোনা সংক্রমণ ধরা পড়ে। তিনি স্থানীয় জেনিথ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানানো হয়েছিল, আক্রান্তের বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। ভিনরাজ্যেও যাননি তিনি। কিন্তু, কীভাবে তাঁর শরীরে সংক্রমণ হল, তা নিয়ে ধন্দ তৈরি হয়। তাহলে কি কমিউনিটি ট্রান্সমিশন? আতঙ্ক আরও বেড়ে যায়।

কিন্তু চুপ ছিল না প্রশাসন কিংবা স্বাস্থ্য দফতর। খোঁজ নিয়ে জানা যায়, সাম্প্রতিককালে বেলঘরিয়ার বাইরে কোথাও যাননি তিনি এটা ঠিকই, ওই ব্যক্তির শ্যালক এই সময়কালের মধ্যে এসেছিলেন মুম্বই থেকে। শ্যালকের সঙ্গে ওই ব্যক্তির সাক্ষাৎ হয়েছিল কিনা, সেটার খোঁজ নেওয়া হচ্ছে। তাঁর শ্যালক এখন কোথায়, কীভাবে আছেন সেটাও জানার চেষ্টা চলছে প্রশাসনিক মহলে। কারণ, ধোঁয়াশা কাটাতে এটাই সবচেয়ে বড় ব্রেক থ্রু হতে পারে।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। গত ২৩ তারিখ থেকে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ডায়ালিসিস চলছিল তাঁর। আর ডায়ালিসিস করতে গিয়ে হাসপাতালেই অসুস্থ হয়ে পড়েন তিনি। আর শেষ পর্যন্ত তাঁর শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে।