সময়সীমা বাড়ছে না, ৩১ মার্চেই শেষ আর্থিক বছর! শেষ হচ্ছে

0
3

ভুয়ো খবর প্রচারিত হচ্ছে৷ ‌চলতি আর্থিক বছরের সময়সীমা বাড়ানো হচ্ছে না। চলতি আর্থিক বছর জুন অবধি নিয়ে যাওয়া হচ্ছে বলে এক ভুয়ো খবর চারদিকে ছড়ানো হয়েছে। এই খবর ‘‌মিথ্যে রটনা’‌ বলে ঘোষণা করল অর্থমন্ত্রক। মিডিয়ার মাধ্যমে এ সংক্রান্ত কিছু রিপোর্টও প্রকাশিত হয়েছিল। তাতেও উল্লেখ করা হয়েছিল, করোনা’র জেরে ভারতের অর্থনীতির ক্ষতি হয়েছে৷ তা সামাল দিতে আগামী আর্থিক বছর ১ এপ্রিলের বদলে শুরু করা হবে ১ জুলাই থেকে। অর্থাৎ চলতি আর্থিক বছরের সময়সীমা হয়ে দাঁড়াবে ১৫ মাস। অর্থমন্ত্রক জানিয়েছে, ‘বিভিন্ন ‌মিডিয়ার মাধ্যমে একটি ‘‌ভুয়ো খবর’‌ চারিদিকে প্রচারিত হয়েছে। বলা হয়েছে, চলতি আর্থিক বছর বাড়িয়ে জুন অবধি নিয়ে যাওয়া হবে। এটি ঠিক নয়৷ ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্টে কিছু সংশোধন করা হয়েছে। ৩০ মার্চ সেই নোটিসটি প্রকাশ করে ভারত সরকার। সেই নোটিসের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কোনওভাবেই আর্থিক বছরের সময়সীমা বাড়ানো হচ্ছে না।’‌