এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাওয়া আসা, শহরে করোনা রোগীকে নিয়ে নাটক!

0
1

করোনা আক্রান্ত এক রোগীকে নিয়ে এক নাটকীয় পরিস্থিতির সাক্ষী থাকলো শহর কলকাতা। মঙ্গলবারই কোভিড-১৯ পজিটিভ ধরা পড়া এক রোগীকে সল্টলেকের আমরি হাসপাতলে ভর্তি করোনা হয়। কিন্তু কোনও এক অজানা কারণে ওই রোগীকে হঠাৎই বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এত পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তার কিছুক্ষণের মধ্যে যেটা হলো, তা যথারীতি অবাক করে দেওয়ার মতো। বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে আবার সেই রোগীকে ফিরিয়েও আনা হয় সল্টলেক আমরিতে। আর এই যাতায়াতের দরুণ তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় বলে হাসপাতাল সূত্র মারফৎ জানা যাচ্ছে।

এইভাবে কোনও করোনা রোগীকে নিয়ে যাওয়া যায় কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে চিকিৎসক মহলে। কেন তাঁকে নিয়ে যাওয়া হলো, আবার কেনই বা তাঁকে ফিরিয়ে আনা হলো তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে।