গোটা নার্সিংহোম ফাঁকা করে সমস্ত রোগীদের কোয়ারেন্টাইনে পাঠালো প্রশাসন

0
1

হুগলির শেওড়াফুলির যে বাসিন্দা সম্প্রতি মারণ ভাইরাস কোভিড-১৯ সংক্রমিত হয়ে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন, তিনি বেশ কয়েকদিন ধরে চন্দননগরের এক নার্সিংহোমে প্রথমে ভর্তি ছিলেন। সেই নার্সিংহোম আগেই আংশিকভাবে বন্ধ করা হয়েছিল।

আজ, মঙ্গলবার প্রশাসনের আধিকারিকরা এসে যেসব রোগী অন্য সমস্যা নিয়ে নার্সিংহোমে ভর্তি ছিলেন, তাঁদের একে একে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এবং যে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। নির্দেশিকা ফর্ম ফিলাপ করে তবেই অন্যান রোগীদের ছাড়া হয়েছে।

নার্সিংহোম পুরো ফাঁকা করে, তা সানিটাইজড করার ব্যবস্থা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত এই নার্সিংহোম সিল করা হবে।