এ দৃশ্য সত্য হলে মারাত্মক!!

0
2

মারাত্মক দৃশ্য। ছবিটি যোগীর রাজ্য কানপুরের। রাস্তায় পড়ে ছটফট করতে থাকা এই যুবক করোনায় আক্রান্ত বলেই দাবি করা হয়েছে। মাতৃ শিশু হাসপাতালের সামনে যুবক ছটফট করেছে। প্রবল শ্বাসকষ্ট হচ্ছে পরিষ্কার। কিন্তু হাসপাতাল থেকে কোনও ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মী এগিয়ে এলেন না। পরিবার আর আমজনতাই এই মারাত্মক সংক্রমিত রোগীকে ট্রলিতে তুলছেন। অথচ কোনও প্রোটেকশন নেওয়া হচ্ছে না। এর ফলে যে রোগ দ্রুত ছড়াবে তা বলার অপেক্ষা রাখে না। ভারতের বেশিরভাগ জায়গায় সম্ভবত এটাই চিত্র।