দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয়সভা নিয়ে রাজ্যে রাজ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে। ওই সভায় দেশ এবং বিদেশের প্রায় তিন হাজার মানুষ উপস্থিত ছিলেন এবং প্রত্যেকটি রাজ্য থেকে অনেকেই গিয়েছিলেন। ইতিমধ্যে ওই ধর্মীয় সভায় যোগ দেওয়া তেলেঙ্গানার ৬জন এবং কর্নাটকের ১জনের মৃত্যু হয়েছে। সেটাই মূলত আতঙ্ক তৈরি করেছে। স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে নিজামুদ্দিনে রাজ্য থেকে ৭০জন গিয়েছিলেন বলে খবর। ইতিমধ্যে ১৬জনকে রাজ্য প্রশাসন চিহ্নিত করেছে বলে খবর তাদের ইতিমধ্যেই কোয়ারান্টিনে পাঠানো হচ্ছে। বাকিদের খোঁজ চলছে যুদ্ধকালীন প্রস্তুতিতে।
দিল্লির নিজামুদ্দিনের সভায় রাজ্যের ১৬জন চিহ্নিত
করোনা আপডেট :৩১ মার্চ, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ৮,০৩,১২৬, মৃত ৩৯,০৩২। দেশ : আক্রান্ত ১২৫১, মৃত ৩২। রাজ্য : আক্রান্ত ২৭, মৃত ৩।





























































































































