পেট ভরা থাকলে সংক্রমণের সম্ভাবনা কম থাকে। সুতরাং চিকিৎসা পরিষেবা সঙ্গে যুক্ত সবাইকে পেট ভরে খাওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, নবান্নে বিভিন্ন জেলার সরকারি হাসপাতালে সুপারসহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস গলায় সংক্রমণ করে। সেই পরিস্থিতিতে গরম জলে লেবু দিয়ে খেতে সবাইকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সমস্ত জেলার সরকারি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং নার্সদের ব্রেকফাস্টে ডিম সিদ্ধ দিতে বলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, সবাই যেন পেট ভরে খাবার পায় সেদিকে দেখতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি। পুষ্টিকর, হালকা রান্না খাবার দিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অক্লান্ত পরিশ্রম করছেন এবং সবচেয়ে কাছাকাছি থাকছেন। সেই কারণে তাঁদের সব রকম সুবিধা দেওয়ার চেষ্টা উদ্যোগ নিচ্ছে সরকার।





























































































































