বিনা চিকিৎসায় করোনা রোগীর মৃত্যু পাকিস্তানে, ভাইরাল ভিডিও

0
2

করোনা বিরুদ্ধে লড়াই করছে প্রতিটি দেশ। এই অবস্থায় লজ্জাজনক উদাহরণ সামনে এনেছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের লাহোরের মিও হাসপাতালে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, চিকিৎসকদের অবহেলা এবং গাফিলতিতে ওই রোগীর মৃত্যু হয়েছে।

অভিযোগ, করোনা আক্রান্ত ব্যক্তি সারারাত ধরে কষ্টে চিৎকার করছিলেন। অথচ, কোনও চিকিৎসকই তাঁর দেখভাল করেনি। এক ভিডিওতে দেখা যাচ্ছে করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া ওই ব্যক্তির হাত বাঁধা অবস্থায় রয়েছেন এবং চিৎকার করছেন। তাঁকে দেখে ওই ওয়ার্ডের অন্য রোগীরাও চিৎকার করলেও কোনও ডাক্তার উপস্থিতি হননি। শেষে ওই রোগীর মৃত্যু হয়।
ইতিমধ্যে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিও। নিন্দার ঝড় তুলেছেন নেটিজেনরা।