করোনা মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। এই যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। কোভিড-১৯ ভাইরাসকে নির্মূল করতে এবার রাজ্যের ২২ জেলায় ২২টি “ডেডিকেটেড” নভেল করোনা হাসপাতাল তৈরির সিদ্ধান্ত-এর ঘোষণা করল স্বাস্থ্য ভবন।
ইতিমধ্যেই প্রতিটা জেলা প্রশাসন এবং সিএমওএইচ অর্থাৎ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে সেই নির্দেশও পাঠানো হয়েছে। সে বিষয়ে দ্রুত পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানোর জন্য বলা হয়েছে।
স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, “সব জেলা থেকে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। কোন হাসপাতালে তাঁরা করতে চান তাও জানাতে বলা হয়েছে।”