লকডাউনে এবার দূরদর্শনে ফিরছে ছোটদের প্রিয় “শক্তিমান”

0
1

করোনা মোকাবিলায় গোটা দেশজুড়ে চলছে লকডাউন। যার জেরে সময় কাটছে না অনেক গৃহবন্দি মানুষের। বিশেষ করে সমস্যা হচ্ছে বাচ্চাদের। তাই মানুষের একঘেয়েমি কাটাতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়ছে।

যেমন সেই নস্টালজিক রামায়ণ, মহাভারত, সার্কাস, ব্যোমকেশ বক্সীর পর এবার দূরদর্শনে ফিরতে চলেছে বহুল জনপ্রিয় ধারাবাহিক শক্তিমান। দর্শকদের আবেদন মেনেই দূরদর্শনে শক্তিমান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর এখবর নিশ্চিত করেছেন ‘শক্তিমান’ অর্থাৎ মুকেশ খান্না নিজেই।