২০ জন মহিলা নিয়ে ‘সেলফ আইসোলশনে’ দিব্যি দিন কাটাচ্ছেন থাইল্যান্ডের রাজা!

0
1

করোনা আতঙ্কে গোটা বিশ্বের মানুষ যখন আতঙ্কে দিন কাটাচ্ছেন তখন বহাল তবিয়তে আছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। জার্মানির একটি বিলাসবহুল হোটেলের ‘সেলফ আইসোলশনে’ রয়েছেন তিনি। আর তাঁর সঙ্গে রয়েছেন পদস্থ কর্মচারীরা।
থাইল্যান্ডের রাজার সঙ্গে রয়েছেন ২০ জন মহিলা। জার্মান ট্যাবলয়েড পত্রিকা ‘বিল্ড’ এমনই দাবি করেছে । তারা জানিয়েছে , ৬৭ বছর বয়সী রাজা মহা ভাজিরালংকর্ন পুরো গ্র্যান্ড হোটেল সোনেনবিচল বুক করেছেন। এই রাজার সঙ্গে রয়েছেন ২০ জন মহিলা।
জার্মান এই পত্রিকা জানাচ্ছে, মহিলারা ছাড়াও রয়েছেন অসংখ্য চাকরবাকর। তবে রাজার সঙ্গে তাঁর চার স্ত্রীর কেউ আছেন কিনা তা জানা যায়নি। কিন্তু থাইল্যান্ডের বাসিন্দারা এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর কড়া সমালোচনা করছেন।
ইতোমধ্যে থাইল্যান্ডের টুইটারে ‘#হোয়াই ডু উই নিড আ কিং?’ ট্রেন্ড শুরু হয়েছে।
থাইল্যান্ডের আইনানুযায়ী,রাজাকে কেউ অপমান করলে কিংবা রাজার সমালোচনা করলে তার ১৫ বছরের জেল হতে পারে। এদিকে থাইল্যান্ডে করোনা ভাইরাসে ১ হাজার ৩৮৮ জন আক্রান্ত হয়েছেন । মারা গিয়েছেন ৭ জন। গোটা দেশের মানুষ তীব্র আতঙ্কিত।