করোনায় আক্রান্ত মার্কিন গায়ক জন প্রাইনের অবস্থা সঙ্কটজনক

0
7

করোনায় আক্রান্ত গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন গায়ক জন প্রাইন। করোনা আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দেওয়ায়,গত বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

গত ২০ মার্চ জনের স্ত্রী ফিওনার স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এরপর বৃহস্পতিবার জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
মার্কিন লোকগানের শিল্পী জন প্রাইনের টুইট হ্যান্ডেলে তাঁর পরিবার জানিয়েছে, “কোভিড-১৯-এর লক্ষ্মণ দেখা দেওয়ায় বৃহস্পতিবার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” পরিবার সূত্রে খবর, শনিবার থেকে তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

চলতি বছর জানুয়ারি মাসে ৭৩ বছরের জন প্রাইনকে গ্র্যামি পুরস্কারে সম্মানিত করা হয়। গীতিকার হিসাবে তো বটেই লোকগানের গায়ক হিসাবেও তাঁর যথেষ্ট খ্যাতি রয়েছে।