ভারতে এখন করোনার লোকাল ট্রান্সমিশন চলছে: কেন্দ্র

0
1

ভারতে এখন করোনার লোকাল ট্রান্সমিশন চলছে। অর্থাৎ করোনাভাইরাসের সংক্রমণ স্টেজ-2 তে আছে। সোমবার জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বলা হয়েছে, স্টেজ-1 অর্থাৎ বিদেশ থেকে ফিরে করোনায় আক্রান্ত হওয়ার পর্বটি শুরুর দিকে ছিল। সেটা ছিল প্রাথমিক পর্যায়। সেই পর্যায়টি পেরিয়ে ভারত স্টেজ-2 অর্থাৎ লোকাল ট্রান্সমিশনের পর্যায়ে এখন রয়েছে। এর অর্থ, বিদেশ ফেরত আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসে করোনার সংক্রমণ। এর পরের পর্যায়টি অর্থাৎ স্টেজ-3 বা কমিউনিটি ট্রান্সমিশন হলে ভারতের মত ঘনবসতিপূর্ণ দেশে একবার শুরু হলে অতি উদ্বেগজনক পর্যায়ে যাবে। মৃত্যুও বাড়বে। তা ঠেকাতেই সরকার একুশ দিনের জাতীয় লকডাউন ঘোষণা করেছে। কেন্দ্রের বক্তব্য, এই লকডাউনের জন্যই এখনও পর্যন্ত স্টেজ-3 বা গোষ্ঠী সংক্রমণ এদেশে শুরু হয়নি। তা স্টেজ-2 বা স্থানীয় সংক্রমণেই আটকে রাখা গিয়েছে। এটা আশার কথা।