হোম আইসোলেশনে ভরসা প্রভুর নাম গানে

করোনা আপডেট :২৯ মার্চ, রাত ১১ টা। বিশ্ব : আক্রান্ত ৭,০৩,৮৬৭, মৃত ৩৩,২১৪ । দেশ : আক্রান্ত ১০৩৭, মৃত ২৭। রাজ্য : আক্রান্ত ২১, মৃত ১

0
6

হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইনে থেকে বিভিন্নভাবে সময় কাটাচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষরা। কেউ নিজের শখ পূরণ করছেন, কেউ এই অসময় থেকে মুক্তি পেতে প্রভুর নাম গান করছেন। তেমনই আমেরিকার নিউ ইয়র্কের একটি পরিবার। তাঁরা কৃষ্ণ ভক্ত। আপাতত বাড়ির সদস্যরা রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। এই পরিস্থিতিতে কী করবেন? তাই সংকীর্তনে মেতে রয়েছে পুরো পরিবার। আর সেই ভিডিও তুলে পোস্ট করেছে ফেসবুকে। এখন তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।