করোনাভাইরাস নিয়ে উদ্বেগ, আত্মহত্যা জার্মান মন্ত্রীর

0
1

করোনা পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি কী হবে তা নিয়ে উদ্বিগ্ন একাধিক দেশ। এই পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন জার্মানির হেসে প্রদেশের অর্থমন্ত্রী টমাস শাফের। শনিবার আত্মহত্যা করেন তিনি।

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের অর্থনৈতিক সহযোগিতা প্যাকেজ নিয়ে গত বেশ কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছিলেন অর্থমন্ত্রী। হেসে প্রদেশের মুখ্যমন্ত্রী ভলকার বুফের এক বিবৃতিতে বলেছেন, “অর্থনীতি নিয়ে মানুষের মধ্যে যে চাহিদা তৈরি হয়েছে, সেটা পূরণ করা যাবে কিনা তা নিয়ে মন্ত্রী টমাস শাফের উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন।”

অর্থনৈতিক দিক দিয়ে হেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রদেশ। ৫৪ বছরের টমাস শাফের ১০ বছর ধরে হেসের অর্থমন্ত্রী ছিলেন। শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনয শহরের মাঝামাঝি হোকহাইম রেললাইনে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শাফের আত্মহত্যা করেছেন।