নবান্ন থেকে রোজ বিকেলে করোনার আপ ডেট

করোনা আপডেট :৩০ মার্চ, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ৭,৪১,৯০৭, মৃত ৩৫,৩৩৭। দেশ : আক্রান্ত ১০৭১, মৃত ৩০। রাজ্য : আক্রান্ত ২২, মৃত ২

0
1

নবান্নে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর বৈঠকে সোশ্যাল মিডিয়ায় গুজব এবং সে নিয়ে আতঙ্ক তৈরি হওয়ার বিষয়টি ওঠে। এক্ষেত্রে সচিব পর্যায়ের পরামর্শ ছিল, রোজ যদি আপ ডেট দেওয়া যায়, তাহলে হয়তো এই গুজব কিছুটা কমবে। মুখ্যমন্ত্রী এই পরামর্শ গ্রহণ করেন। ঠিক হয় প্রত্যেকদিন নবান্ন থেকে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা প্রেস ব্রিফিং করবেন। বিকেল পর্যন্ত রাজ্যের পরিস্থিতির আপ ডেট সংবাদ মাধ্যমকে তাঁরা দেবেন।