করোনা আক্রান্ত তিনজন সেরে ওঠায় আত্মবিশ্বাস বেড়েছে মুখ্যমন্ত্রীর

করোনা আপডেট :৩০ মার্চ, রাত ৯ টা। বিশ্ব : আক্রান্ত ৭,৪১,৯০৭, মৃত ৩৫,৩৩৭। দেশ : আক্রান্ত ১০৭১, মৃত ৩০। রাজ্য : আক্রান্ত ২২, মৃত ২

0
1

করোনা আক্রান্ত তিনজন সুস্থ হওয়াতে আত্মবিশ্বাস দ্বিগুন হয়েছে মুখ্যমন্ত্রীর। নবান্নের বৈঠক থেকে তিনি বলেন, এটা বুঝতে পারা যাচ্ছে সঠিক সময় যদি চিকিৎসা করা যায় তাহলে করোনা আক্রান্তরা দ্রুত সুস্থ হবেন। সেই কারণে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমক রাজ্যবাসীর কাছে অনুরোধ করছি।