ত্রাণ বিলি নিয়ে গার্ডেনরিচে ধুন্ধুমার, পুলিশকে কড়া নির্দেশ ফিরহাদের

0
1

করোনা মোকাবিলায় লকডাউনের মধ্যে গরিব মানুষকে ত্রাণ দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে গতকাল, রবিবার রাতে উত্তাল হয়ে ওঠে গার্ডেনরিচ এলাকা। ১৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আখতারী শাহজাদা সে তার সাধ্যমত এলাকার দুস্থ লোকদেরকে ত্রাণ বিলি করছিলেন।

উল্টোদিকে, ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল-এর বোন সাবা ইকবাল ১৩৪ নম্বর ওয়ার্ডের লোকেদের জন্য ত্রাণ বিলি করছিলেন। বাজারে খসর, সাবা ইকবাল ১৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে কর্পোরেশন ভোটে নির্দল হয়ে দাঁড়াবেন। সেই নিয়েই দু’পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে বিবাদ চলছিল । শেষমেষ ত্রাণ দেওয়াকে কেন্দ্র করে গতকাল গভীর রাতে তা বিরাট আকার ধারণ করে।

শুরু হয় দু’পক্ষের মধ্যে বোতল ছোড়ছুড়ি। অভিযোগ বোমাবাজিও হয়। বেশ কয়েকজনকে হাতে বন্দুক নিয়ে প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। এখনও পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ।

এদিকে মেয়র তথা স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, দোষীদের চিহ্নিত করে আইন আইনের পথে চলবে। পুলিশকে তেমনই নির্দেশ দেওয়া হয়েছে।

দেখুন ভিডিও…