কোনও এমএলএ-এমপিদের অনুরোধ শুনবে না, সাফ জানলেন মুখ্যমন্ত্রী

0
3

ভিডিও কনফারেন্সে জেলা শাসক ও এসপিদের সঙ্গে বৈঠকে প্রশাসক মমতার ছবি সব কিছুকে ছাপিয়ে গেল। বৈঠকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের কথা বলছিলেন মালদার জেলা শাসকের সঙ্গে। এই সময় তিনি জানান, বেশ কিছু এমএলএ, এমপির অনুরোধ আসছে। এরপরই কঠিন গলায় মুখ্যমন্ত্রী জানান, কোনও এমপি, এমএলএদের অনুরোধ শোনা হবে না। কোনও দলের কোনও অনুরোধে কান দেবেন না। এটা সেই সময় নয়। সমস্যা আর পরিস্থিতি বুঝতে হবে। কেউ বাড়াবাড়ি করলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। দলমত নির্বিশেষে প্রশাসক মমতা এদিন তাঁর পূর্বসূরীদের ছাড়িয়ে গেলেন।

দেখুন ভিডিও…