স্বাস্থ্যকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করলে প্রয়োজনে গ্রেফতার

করোনা আপডেট :৩০ মার্চ, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ৭,৪১,৯০৭, মৃত ৩৫,৩৩৭। দেশ : আক্রান্ত ১০৭১, মৃত ৩০। রাজ্য : আক্রান্ত ২২, মৃত ২

0
1

স্বাস্থ্যকর্মীদের অনেক জায়গায় বাড়িতে ঢুকতে না দেওয়া, অপমান করা, সংস্পর্শে আসতে না দেওয়া বা ভাড়া বাড়িতে থাকলে বাড়ি ছাড়তে বলা নিয়ে অভিযোগ বহু জায়গায়। এদিন নবান্নে লক ডাউনের সময়সীমা বৃদ্ধি ও যুদ্ধকালীন ব্যবস্থা দেওয়া নিয়ে বৈঠকে সে প্রসঙ্গ উত্থাপন করলে মুখ্যমন্ত্রী বলেন, একদম এ জিনিস বরদাস্ত করা হবে না। মুখ্যসচিবকে বলেন, এমন কোনও খবর এলে প্রয়োজনে গ্রেফতার করুন। আমার ডাক্তার, নার্সরা সামনে দাঁড়িয়ে লড়বে, আর এসব জিনিস ঘটবে তা হতে দেওয়া যাবে না।