বড়বাজারের বৃদ্ধ ব্যবসায়ী করোনায় আক্রান্ত

0
1

রাজ্যে করোনায় দ্বিতীয় মৃত্যুর ঘটনার পর এবার আরও এক করোনা আক্রান্তের খবর। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন এক বৃদ্ধ। তাঁর বয়স প্রায় ৭৭। প্রবল শাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। তাঁর কভিট-১৯ পজিটিভ। তিনি বড়বাজারের কাপড়ের ব্যবয়ায়ী। করোনায় রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২, মৃত ২। দেশে মৃত ২৭, আক্রান্ত ১১৫৪।