করোনা-কোপে এবার একাধিক পুজোও

0
1

পঞ্জিকা অনুসারে মঙ্গলবার, ৩১ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে বাংলায় রয়েছে একাধিক পূজা-পার্বণ। তালিকা বেশ লম্বা৷ আছে বাসন্তীপুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী। করোনা সংক্রমণের একদিকে দেশজুড়ে লকডাউন, অন্যদিকে সোশ্যাল-ডিসট্যান্সিং৷ এর জেরে বিভিন্ন মঠ, মন্দির, আশ্রম এবং বাড়ির পুজো এ বছর কার্যত নিয়মরক্ষা৷ পুজো বন্ধ করা যাবেনা বলেই এই নিয়মরক্ষা করতে যেটুকু করা দরকার, সেভাবেই পুজো হবে। অধিকাংশ ক্ষেত্রেই প্রতিমা আনা হচ্ছেনা, বদলে হবে ঘটে-পটে মা বাসন্তী ও অন্নপূর্ণা আরাধনা। বিভিন্ন আশ্রম,মঠ ইতিমধ্যেই এবারের সাড়ম্বরে পুজো বন্ধ করার নোটিসও দিয়েছে৷ বহু বাড়ির পুজো এবার হবে ঘটে৷ অনেকে আবার পুজোর অড়ম্বরের টাকা দান করছেন মুখ্যমন্ত্রীর তহবিলে৷ অনেক জায়গায় রামনবমীর শোভাযাত্রাও বন্ধ রাখা হয়েছে।