হাতে এল করোনার ওষুধ,তৈরি হল ন্যানোমেটেরিয়াল, যা ৯৯ শতাংশ ক্ষেত্রে ধ্বংস করে করোনাভাইরাস

0
1

অবশেষে স্বস্তির নিঃশ্বাস। আবিষ্কার হল করোনাভাইরাসের মারণ বান । এবং তা আবিষ্কার হল চিনের হাত ধরেই। বর্তমানে বিশ্বের সবথেকে বড় আতঙ্কের নাম করোনা। এমুহুর্তে গোটা বিশ্বে ৩৩০০০ মানুষ মারা গিয়েছে করোনা আক্রমণে। সোমবার সকাল পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা ২৯। ইতালিতে মারা গেছেন প্রায় ১১ হাজার। আমেরিকায় সংখ্যাটা ধাপে ধাপে বাড়ছে। এ অবস্থায় গোটা বিশ্ব সন্ধান করছে করোনার দাওয়াই। চিনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের একটি টুইটে আশ্বস্ত হয় বিশ্ববাসী। এই টুইটে বলা হয় যে , করোনা সংক্রমণ রুখতে তৈরি করা হয়েছে এমন একটি ন্যানোমেটেরিয়াল। যা করোনা ধ্বংস করতে ৯৬.৫ থেকে ৯৯.৯৯ শতাংশ পর্যন্ত কাজ করে। এই ন্যানোমেটেরিয়াল মূলত হেলথকেয়ার ছাড়াও ফিল্টার ইনসুলেশন, লুব্রিকেট প্রভৃতির ক্ষেত্রও কাজে লাগে। শরীরে এই ন্যানোমেটেরিয়াল এলজাইমের মতন কাজ করে এবং তা করোনাভাইরাসকে গিলে ফেলে। প্রসঙ্গত, চিনে করোনাভাইরাস এ আক্রান্ত হয়েছিলেন ৮১ হাজার মানুষ ।তার মধ্যে মারা যান ৩৩০০ জন। চিনের দাবি ন্যানোমেটেরিয়াল ব্যবহার করেই তারা এই মারণ ভাইরাস রুখতে সক্ষম হয়েছে।