ভারতে করোনা সংক্রমণের শুরু কোথা থেকে!

0
3

করোনা আক্রান্তের প্রথম খবর ফেব্রুয়ারি মাসে সামনে আসে। কেরলের তিনজন মেডিক্যাল স্টুডেন্ট ফিরেছিলেন করোনার এপিসেন্টার চিনের উহান থেকে। এরপর দ্বিতীয় ঘটনার উৎস ইতালি ফেরত কিছু মানুষ ভারতে ফেরার কারণে। এরা দিল্লি তেলেঙ্গানা এবং কেরলে ফিরে যান। ততদিনে জার্মানি, ব্রিটেন কিংবা মধ্যপ্রাচ্য থেকে যারা ভারতে ফিরেছিলেন তাঁদের অনেকেই কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। তবে নির্দিষ্ট করে বললে বলতেই হয় ভারতে করোনা আক্রান্তের মূল উৎস সংযুক্ত আরব আমিরশাহী। আজ, রবিবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আর তার মধ্যে ১০০ জনের বেশি আক্রান্ত দুবাই থেকে ফিরেছিলেন!