লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লি বাসস্ট্যান্ডে হাজার হাজার মানুষের ভিড় !

0
3

লকডাউন উপেক্ষা করে দিল্লি বাসস্ট্যান্ডে হাজার হাজার মানুষের ভিড় বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল দিল্লির কেজরিওয়াল সরকার কে।
করোনার সংক্রমণ নিয়ে যখন উদ্বেগে চিকিৎসকরা, তখন এই ভিড় কী করে মানল দিল্লি সরকার, তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র ।
করোনা সতর্কতায় দেশজুড়ে লকডাউন উপেক্ষা করেই দিল্লির বাস স্ট্যান্ডে হাজার-হাজার মানুষ বাড়ি ফেরার জন্য সকাল থেকে ভিড় করেন। যে ভিড় রাত এগারোটাতেও দেখতে পাওয়া যায় ।
দেশজুড়ে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে পুলিশি তৎপরতা ও নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। দিল্লির মতো একই ছবি উত্তরপ্রদেশেও। সেখানে বর্ডার ক্রস করে নিজের রাজ্যে ফিরতে চাইছেন শ্রমিকরা। বিষয়টি সামলাতে উত্তরপ্রদেশের সরকার তাদের বাসের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপরেই ভিড় বাড়তে শুরু করে। শনিবার সকাল থেকে বাস ধরার জন্যে কয়েক হাজার মানুষ ভিড় করেন বাসস্ট্যান্ডে । দুপুরের পর অবস্থা নিয়ন্ত্রণে আনতে কালঘাম ছোটে পুলিশের । এই ঘটনায় প্রবল সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে । এমনকি এই পরিস্থিতি লকডাউনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে । ভিড় ফাঁকা করতে পুলিশি তৎপরতাও চোখে পড়েনি ।