রবিবার। দুপুর ১২টা। ইংরেজবাজার পুরসভা। তখন পুরসভার সাফাই কর্মীদের দেওয়া হচ্ছিল চাল, ডাল, আল, পেঁয়াজ। হঠাৎ একটি বাঁদর ঢুকে পড়ে পুরসভায় ঘোরাঘুরি করতে করতে একেবারে সটান চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষের চেম্বারে।
চেয়ারম্যান তাঁর কাজ সেরে চেম্বারে এসে বাঁদরটিকে দেখেন। এতটুকু উত্তেজিত না হয়ে স্যানিটাইজার দিয়ে বাঁদরের হাত পরিষ্কার করতে শুরু করেন। প্রথমে তাকে চা, জল, বিস্কুট খাওয়ান। এরপর বুঝতে পারেন বাঁদরটি খাবারের খোঁজেই পুরসভায় ঢুকে পড়েছে। লক ডাউনে বাজারে কিছুই মেলেনি। তাই এবার তার জন্য অন্য খাবারের ব্যবস্থা করেন। শেষে অনুরোধ করেন, পশুপাখিরা এই পরিস্থিতিতে কার্যত অনাহারে দিন কাটাচ্ছে। মানুষের পাশে দাঁড়াতে তো হবেই। পশুপাখিদের জন্যও একটু তুলে রাখবেন।





























































































































