মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কমল নাথ। চতুর্থ দফায় মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি -র শিবরাজ সিং চৌহান। শিবরাজ মুখ্যমন্ত্রী হওয়াই এবার ‘ খুশির কারণ ‘ সদ্য বিজেপি যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার।
আর্থিক তছরুপের অভিযোগে মধ্যপ্রদেশের অর্থনৈতিক অপরাধ শাখা জ্যোতিরাদিত্যের বিরুদ্ধে তদন্ত শুরু করে। কংগ্রেস ত্যাগ করার পরই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে কমল নাথ সরকার। সুরেন্দ্র শ্রীবাস্তবের অভিযোগের ভিত্তিতে ১২ মার্চ গোয়ালিয়রে মামলা শুরু হয়। তবে শিবরাজ চেয়ারে বসায় আপাতত স্বস্তিতে জ্যোতিরাদিত্য। তাঁর বিরুদ্ধে চলা তদন্ত বন্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ ২২ জন বিধায়ক বিজেপিতে যোগ দেন। যার জেরে কার্যত ভেঙে যায় কমল নাথ সরকার। ইস্তফা দেন কমল নাথ।