এবার ফিল্ম ইন্ডাস্ট্রির দিনমজুরদের পাশে ভাইজান

0
3

করোনা নিয়ে কড়া সতর্কতা জারি গোটা বিশ্বে। হলিউড, বলিউড, টলিউডে বন্ধ সব শুটিং। বাতিল সব কাজ। কবে শুটিং শুরু হবে তা জানা নেই। এই অবস্থায় ফিল্ম ইন্ডাস্ট্রির দিনমজুরদের পাশে দাঁড়ালেন সালমান খান।

লকডাউনের জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন জুনিয়র টেকনিশিয়ানরা। একাই ২৫ হাজার কর্মীর দায়িত্ব নিলেন ভাইজান। ইন্ডাস্ট্রির এক সদস্য বলেন, “যে কোনও বিপদে পাশে থেকেছেন ভাইজান। সেকথা সবারই জানা।”

যারা ‘দিন আনি দিন খাই’ এই লকডাউনে সবথেকে বেশি খারাপ অবস্থা তাদের। কারোর বাড়িতে চাল নেই। কারোর আবার নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার সামর্থ নেই। তাঁদের কথা মাথায় রেখে অর্থসাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান।