এবার করোনার বলি স্পেনের রাজকন্যা

0
1

এই প্রথম বিশ্বের কোনও রাজপরিবারের সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন। গত ২৬ মার্চ স্পেনের রাজপরিবারের প্রবীণ সদস্যা প্রিন্সেস মারিয়া তেরেসার মৃত্যু হয়েছে। তাঁর ভাই রাজপরিবারের আরেক সদস্য প্রিন্স বোরবোন জানিয়েছেন, তেরেসা করোনায় আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার তাঁর অন্ত্যেষ্টি করা হয়েছে। প্রিন্সেস মারিয়া তেরেসার বয়স হয়েছিল ৮৬ বছর। উল্লেখ্য, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স চার্লসও করোনায় আক্রান্ত। ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত হয়ে কোয়ারানটিনে যাওয়ার পর জানা যায়, ব্রিটেনের রানি এলিজাবেথের সঙ্গে গত ১১ মার্চ বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রী বরিস জনসনের। ফলে উদ্বেগে ব্রিটিশ রাজপরিবারও।