করোনা হেলমেট পরে ময়দানে পুলিশ

করোনা আপডেট :২৯ মার্চ, সন্ধে ৬ টা। বিশ্ব : আক্রান্ত ৬,৮০,৫৫৭, মৃত ৩১,৯১৩। দেশ : আক্রান্ত ১০৩৭, মৃত ২৫। রাজ্য : আক্রান্ত ২০, মৃত ১

0
6

এবার করোনা মোকাবিলায় পুলিশের মাথায় করোনা হেলমেট। দেশ জুড়ে করোনা আতঙ্ক। করোনাভাইরাস সতর্কতায় ২১ দিন লকডাউন জারি করা হয়েছে সারা দেশে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে পুলিশ। এবার

করোনা মোকাবিলায় মাথায় করোনা হেলমেট পরল পুলিশ। অবিকল কোভিড- ১৯ জীবাণুর মতো দেখতে সেই হেলমেট। ওই হেলমেট পরেই কাজ করছেন পুলিশ কর্মী।