তুফানগঞ্জে বাজার বসছে খেলার মাঠে

0
2

এত সর্তক বার্তা প্রচার করার পরও লকডাউন মানছে না সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী জানান, অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে। আর রোজই মানুষ সেই বাহানাকে কাজে লাগিয়ে ঘরের বাইরে বেরোচ্ছেন। আর এর জেরেই সৃষ্টি হচ্ছে বড় জামায়াতের। ভিড় থেকে বিরত থাকতে তুফানগঞ্জ শহরের বাজার তুফানগঞ্জ মহকুমার ক্রীড়া সংস্থার মাঠে স্থানান্তরিত করা হয়। কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। ভারতেও এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সময় খোলা থাকবে বাজার দোকানসহ অত্যাবশ্যকীয় পণ্যের দোকান। কিন্তু এই পরিস্থিতিতে পুরনো সবজি ও মাছ বাজারে প্রচুর পরিমাণে বড় জমায়েত হচ্ছিল। তাই রবিবার সকালে বাজার স্থানান্তরিত করা হয়। চেয়ারম্যান অনন্ত কুমার বার্মা বলেন, বড় ও খোলা জায়গার ফলে মানুষ সুস্থভাবে দূরত্ব বজায় রেখে সকলে বাজার করছেন। একই সাথে আরও দুটি বাজার স্থানান্তরিত করা হয় তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের চিড়িখানা এবং ২ নম্বর ব্লকের ঘোগরা কুটি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে। সেখানে এক সবজি ব্যবসায়ী বলেন বাজার স্থানান্তরিত করাতে সবাই দূরত্ব বজায় রেখেই সবজি কিনছেন। এই ভাইরাসের হাত থেকে বাঁচতে এই পদ্ধতিই সমাধানের রাস্তা দেখাতে পারে।