করোনার জেরে বন্ধ সমস্ত রকম গণপরিবহন ।অথচ হাতে টাকা-পয়সাও তেমন ছিল না ।মধ্যপ্রদেশের রণবীর সিংহ ডেলিভারি বয়ের কাজ করতো দিল্লিতে। কোন উপায় না দেখে বাধ্য হয়েই হেঁটে ফিরতে চেয়েছিল রণবীর। দিল্লি থেকে মধ্যপ্রদেশে রণবীরের বাড়ির দূরত্ব ২০০ কিলোমিটারের বেশি। দীর্ঘ পথ হাঁটার ফলে আগ্রার কাছে প্রথমে অসুস্থ হয়ে পড়ে সে। স্থানীয় এক দোকানদার তাঁকে সামান্য খেতে দেয়। এরপর আবার পথ চলা, বাড়ি থেকে ৮০ কিলোমিটার দূরে রাস্তায় চলতে চলতেই হৃদরোগে আক্রান্ত হয় রণবীর। এবং সেখানেই মৃত্যু হয় তার।লকডাউনে সবথেকে সমস্যায় পড়েছেন রণবীরের মত পরিযায়ী শ্রমিকরা। তাঁরা যে কোন মূল্যে এই বিপদের দিনে বাড়ি ফিরতে চাইছেন।আগাম পরিকল্পনা না করেই এই ধরনের সীদ্ধান্তে মুশকিলে পড়েছেন এইসব সাধারণ মানুষ। এমনটাই অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধীরা।